Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

নয়া ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন, হাসপাতালে দীপঙ্কর বিনোদন

নয়া ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন, হাসপাতালে দীপঙ্কর

দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করলেন দীপঙ্কর দে এবং দোলন রায়। কিন্তু শুক্রবার বিকেলবেলাই শ্বাসকষ্টজনিত কারণে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন দীপঙ্কর।

দীপঙ্করের স্ত্রী দোলন জানান, “ও দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। শুক্রবার বিকেলে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।”

বৃহস্পতিবার ঘরোয়া ভাবে কাছের কিছু বন্ধুদের নিয়ে বিয়েটা সেরে নিয়েছিলেন ওই জুটি। অনেক দিন ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করেন দীপঙ্কর-দোলন। দীপঙ্কর পরেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবী। দোলনও কিছু কম যান না। বরকে টেক্কা দিয়ে তিনি পড়েছিলেন লাল রঙা বেনারসী। সঙ্গে মানানসই গয়না। দীপঙ্করের বর্তমান বয়স ৭৫। আর দোলনের ৪৯। কিন্তু কেমিস্ট্রি এখনও একইরকম। তবে বিয়ের একদিন বাদেই দীপঙ্করের অসুস্থতায় ভেঙে পড়েছেন স্ত্রী দোলন। আনন্দবাজার