Opu Hasnat

আজ ৭ এপ্রিল মঙ্গলবার ২০২০,

সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ পাবনা

সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

পাবনায় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী এর বাড়ির আঙিনা থেকে প্রাইভেটকারসহ ৬৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে রাজশাহী র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কুদ্দুস মুন্সীর বাড়ির আঙিনা থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মো. শামীম (২৫) নামে এক যুবককে আটক করে রাজশাহী র‌্যাব। আটক শামীম শালগাড়িয়া সর্দারপাড়ার আব্দুর রহমান এর ছেলে। 

রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কুদ্দুস মুন্সীর বাড়ির আঙিনা থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে।

এসময় শামীম এর কাছ থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্যসহ ৬৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। 

এই বিভাগের অন্যান্য খবর