Opu Hasnat

আজ ৩ এপ্রিল শুক্রবার ২০২০,

নড়াইলে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা

নড়াইলে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকালে জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা আশা’ নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহাবুবুর রশিদ। 

আশা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম,আশা’র যুগ্ম পরিচালক মোহাম্মদ সাদেক আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আশা’র অতিরিক্ত বিভাগীয় কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন, শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ. জেলা ব্যবস্থাপক আব্দুল মোমিন, শাখা ব্যবস্থাপক এখলাছ প্রমুখ।