টমেটো ক্ষেতে তরুনীর লাশ নারী ও শিশু /  কুমিল্লা / 
কুমিল্লায় টমেটো ক্ষেত থেকে আমেনা বেগম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম ওই গ্রামের কৃষক মাজেদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আমেনা বেগম বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী সবজি ক্ষেতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা টমেটো ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খোশবাস ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান জানান, ধারনা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। মেয়ের বাবা বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।