Opu Hasnat

আজ ১২ জুলাই রবিবার ২০২০,

তাহিরপুর সীমান্তে শিশু তোফাজ্জল হত্যা মামলায় ৭ আসামী রিমান্ডে সুনামগঞ্জ

তাহিরপুর সীমান্তে শিশু তোফাজ্জল হত্যা মামলায় ৭ আসামী রিমান্ডে

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে শিশু তোফাজ্জল হত্যা মামলায় নিহত শিশুর  ফুফু শিউলি বেগম ও রাসেলের ৫দিন  ও সেজাউল কবীর, কালা মিয়া, হবি মিয়া, সোলেমান মিয়া ও লোকমান মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে আমল গ্রহণকারী  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে পুলিশ আসামীদের হাজির করলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, ঘটনায় মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ আসামীদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে। মামলার প্রতিটি বিষয় পুলিশ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আশেক সুজা মামুন জানান, আসামীদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

উল্লেখ্য, জেলার তাহিরপুরের সীমান্তবর্তী  বাঁশতলার গ্রামের  জুবেল হোসেন এর ছেলে ৭ বছরের শিশু  ৮ জানুয়ারি থেকে  নিখোঁজ ছিল। গত  ১১ জানুয়ারি শনিবার ভোর রাতে শিশুটির চোখ উপড়ে ফেলা পা ভাঙা অবস্থায় বস্তাবন্দি লাশ জুবেল হোসেন এর বাড়ীর সামনে পাওয়া যায়। এ ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। নিহত শিশুর বাবা জুবেল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে  ১১ জানুয়ারি  শনিবার রাতে থানায় খুনের মামলা দায়ের করেছেন। 

এই বিভাগের অন্যান্য খবর