Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন মাদারীপুর

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি ৪২নং শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ বছর পুর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে একেই সঙ্গে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হান্নান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহআলম ও প্রধান শিক্ষক ফাতেমা জহুরা প্রমুখ।