Opu Hasnat

আজ ২৪ নভেম্বর মঙ্গলবার ২০২০,

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন মাদারীপুর

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি ৪২নং শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ বছর পুর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে একেই সঙ্গে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হান্নান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহআলম ও প্রধান শিক্ষক ফাতেমা জহুরা প্রমুখ।