Opu Hasnat

আজ ২২ ফেব্রুয়ারী শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

দৌলতদিয়ার রাজশাহি আনন্দ বোডিংয়ের মালিক ৪’শ লিটার মদসহ গ্রেপ্তার রাজবাড়ী

দৌলতদিয়ার রাজশাহি আনন্দ বোডিংয়ের মালিক ৪’শ লিটার মদসহ গ্রেপ্তার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক এলাকা থেকে চার’শত লিটার চোলাই মদসহ রাজশাহি আনন্দ বোডিংয়ের মালিক রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে সিআইডি। রহমান মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওম্বার আলীর পাড়া এলাকার জিনদার মন্ডলের ছেলে। সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সিআইডি শাখার ইন্সেপেক্টর এনামুল হক, এসআই দিপঙ্কর দত্ত, পলাশ ঘোষ, আবু সাইদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় একটি অটো রিকসাযোগে তারা এই চোলাই মদ নিয়ে যাচ্ছিল। তারা সিআইড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালাণোর চেষ্টা করে এবং তিনজন পালিয়ে যায়। আর মাদক ব্যবসায়ী রহমান মন্ডলকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।