Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

মুজিববর্ষ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক পরিকল্পনা গ্রহন বাগেরহাট

মুজিববর্ষ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক পরিকল্পনা গ্রহন

মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবশে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী।  মুজিববর্ষ স্মরনীয় করতে বর্ষব্যাপি পরিকল্পনা গ্রহন করতে হবে। এ মুজিববর্ষে সকল বিদ্যালয়ে বর্ণিল সব অনুষ্ঠানের আয়োজনে সাজাতে হবে। 

সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান, স্বজল কুমার মহোলী, রিপন দাস, জাকির হোসেন, ওয়াশিম কুমার সরকার, শিক্ষক নেতা কামরুল ইসলাম বাবলু, আলমগীর হোসেন, হারুন আর রশিদ, ওমর ফারুক, মিজানুর রহমান, ওবায়দুল করিম বিপ্লব, এনামুল হক শামীম প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, একুমে টিভি জেলা প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশ ও দৈনিক ভোরের দর্পন জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক প্রমুখ। সভায়  শিক্ষক নেতৃবৃন্দ সহ উপজেলার ৩০৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর