Opu Hasnat

আজ ২২ ফেব্রুয়ারী শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে কৃতি ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ফরিদপুর

ফরিদপুরে কৃতি ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফরিদপুরের সদর উপজেলার গেরদায় এ.এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। 

রবিবার সকাল ১১টায় গেরদা আইটি ও কোচিং সেন্টারে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা. টি রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মোকারম আলী, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাহফুজ মিলন, কামরুন নাহার পপি, নিবেদিতা দাস, সঞ্জিব দাস ও জাকির হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ.এফ মুজিবুর রহমান রহমান ফাউন্ডেশন থেকে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনীর ছাত্রীদের মাঝে চতুর্থ বারের মত এই বাইসাইকেল প্রদান করা হল। এবারে ১৫ জন ছাত্রীর হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।