Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নড়াইলে প্রতিপক্ষের পানের বরজে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি! নড়াইল

নড়াইলে প্রতিপক্ষের পানের বরজে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পানের বরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ঘষিবাড়িয়া গ্রামে ১০ জানুয়ারী রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও অপরাধিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী শনিবার (১১ জানুয়ারী) মানববন্ধন করেছে । 

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদ সদস্য মোঃ হাদিউজ্জামান হাদি, ক্ষতিগ্রস্থ পানের বরজ’র মালিক প্রভাষ দাস, মাউলি ইউপি সদস্য শেখ জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সবুজ কুমার দাস, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক প্রদ্যূৎ দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শুনিল দাস, অপর্না রানী দাস প্রমূখ। 

ক্ষতিগ্রস্থ পান বরজ ক্ষেতের মালিক প্রভাস দাস বক্তব্যে বলেন, তিনি ২৬ শতক জমির উপর পান চাষ করেঝেন জীবিকা নির্বাহের জন্য। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সুব্রত দাস, নন্দদুলাল পাল, অমিত পাল, সমির দাস কৃষ্ণ দাস, সনজয় দাস, হারান দাস সহ আরো অনেকে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই পানের বরজে আগুন দিয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ প্রভাষ। 

এসব অভিযোগ অস্বীকার করে  সুব্রত দাস বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা নিবেন।