Opu Hasnat

আজ ২২ ফেব্রুয়ারী শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

দারিদ্র সীমা গত দশ বছরে ৪২ থেকে ২০ শতাংশে নেমে গেছে : পররাষ্ট্রমন্ত্রী মুন্সিগঞ্জ

দারিদ্র সীমা গত দশ বছরে ৪২ থেকে ২০ শতাংশে নেমে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের দারিদ্র সীমা গত দশ বছরে ৪২ থেকে ২০ শতাংশে নেমে গেছে। শুধু অর্থনৈতিকভাবে নয় সাংস্কৃৃতিক অর্জনও থাকতে হবে। আমাদের সব ভালো অর্জন নিয়ে এগিয়ে যেতে হবে। 

শনিবার দুপুরে লৌহজং উপজেলার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের দ্বিতীয় সম্মিলন ও জ্ঞানালোক পুরস্কার প্রদান উপলক্ষে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন। 

মন্ত্রী  আরো বলেন, স্বপ্ন বড় থাকলে অর্জনও বড় থাকে। জ্ঞানচর্চাকারী ও আইন প্রতিষ্ঠাকারী চিরঞ্জীব। বিক্রমপুর মানে আমাদের কাছে প্রণোদনা। এর ইতিহাস ও ঐতিহ্যের কথা বলে শেষ করা যাবে না। আমাদের বিক্রমপুরে অনেক কিছু দেখার আছে-জানার আছে। আপনাদের সন্তানদের এসব দেখাবেন।

ফাউন্ডেশনের সম্মিলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ও প্রধান বক্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, আমাদের বিক্রমপুরে অনেক কিছু দেখার আছে, জানার আছে। আপনাদের সন্তানদের এসব দেখাবেন। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, বিক্রমপুর মানে আমাদের কাছে প্রণোদনা। এর ইতিহাস ও ঐতিহ্যের কথা বলে শেষ করা যাবে না।

কবি ঝর্ণা রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের আহবায়ক কবির ভূঁইয়া কেনেডি। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়লা হাসান, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, বিক্রমপুর যাদুঘরের কিউরেটর অধ্যাপক মুহম্মদ শাহজাহান মিয়া প্রমুখ। 

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার। 

আলোচনা সভা শেষে জ্ঞানালোক পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের জ্ঞানালোক পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। ২০১৯ সালের জন্য দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন মনোনীত হলেও বিশেষ কাজে বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।