Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা সহজ করা হয়েছে নওগাঁ

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা সহজ করা হয়েছে

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ব্যবস্থা সহজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দিপ মিত্র। 

আজ (১০ অক্টোবর) দু’দিনের জন্য নওগাঁ সফরে এসে বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী মিরা মিত্র। 

তিনি বলেন, ভারতে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশিদের ৯টি ক্যাটাগরির প্রতিটি ভিসা ব্যবস্থাই আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। যার ফলে সহজেই ভিসা নিয়ে বাংলাদেশিরা ভারতে ভ্রমণ, চিকিৎসাসহ যাতায়াত করতে পারছেন। আগামীতে ভিসা ব্যবস্থা আরো সহজ করার জন্য প্রক্রিয়া চলছে। 

তিনি আরো বলেন, ভারতীয় হাইকমিশনের অধীনে রাজশাহী অফিস থেকে প্রতিদিন অনলাইনের মাধ্যমে ৩শ’ এবং মেডিকেলসহ অন্যান্য আরো ১৫০ জনকে ভিসা দেওয়া হচ্ছে। 

শহরের ড্যাফোডিলস স্কুল চত্বরে স্থানীয় একুশে পরিষদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম বারি। এ সময় শিক্ষাবিদ আতাউল হক সিদ্দীকি, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।