Opu Hasnat

আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার ২০২০,

নড়াইলে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন নড়াইল

নড়াইলে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদযাপন উপলক্ষ্যে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। 

এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এছাড়া  পালিত কর্মসূচির মধ্যেছিলো বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রমান্য চিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রদর্শন, মুজিব বর্ষের ক্ষণ গনণার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে সকালে এ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে এ  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।