Opu Hasnat

আজ ২২ ফেব্রুয়ারী শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

‘আমি মেয়ে, তবু প্রতিবাদ করব’ // ফয়সাল হাবিব সানি শিল্প ও সাহিত্য

‘আমি মেয়ে, তবু প্রতিবাদ করব’ // ফয়সাল হাবিব সানি

আমার দুপায়ে শিকল পরাও, ভেঙ্গে মুচড়ে দুমড়ে দাও আমার দুহাত 
তবু আমি প্রতিবাদ করব
আমার হৃৎপিণ্ডে করাঘাত করো, আমার দুচোখ উপড়ে নাও, আমার কলিজাকে দ্বিখন্ডিত করো
তবু আমি প্রতিবাদ করব
আমাকে রুখে দাও, আমাকে প্রতিরোধ করো, আমার বিপক্ষে শক্ত দুর্বার প্রতিরোধ গড়ো
তবু আমি প্রতিবাদ করব
টেনে হিঁচড়ে আমাকে ধর্ষণ করো, আমাকে লুটেপুটে ছিঁড়ো, খামচাও, যা খুশি তাই করো
তারপর নির্জন জঙ্গলে নৃশংসভাবে হত্যাও করো আমাকে
আমি মেয়ে, তবু প্রতিবাদ করব
বিখ্যাত পৃথিবীর কাছে যদিও নগণ্য আমার প্রতিবাদের কথা কেউ জানবে না, আমার প্রতিবাদ কেউ দেখবে না
তবু আবারও আমি যুগ যুগ ধরে প্রতিবাদের দামামা বাজিয়ে যাব কাপুরুষ তোমাদের নারীখেকো দুর্বল পুরুষাঙ্গের বিরুদ্ধে বিরুদ্ধে। 

 

ফয়সাল হাবিব সানি
জনপ্রিয় তরুণ কবি ও সাংবাদিক।
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা। 
প্রাপ্তি : ‘বর্ষসেরা তরুণ কবি অ্যাওয়ার্ড-২০১৯’, ‘কবি সুকান্ত কবিতা পুরস্কার’, ‘প্রত্যয় লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯’, ‘প্রাপ্তি সাহিত্য সম্মাননা, এডুকেশন ওয়াচ সম্মাননা’ প্রভৃতি।  
ফেসবুক আইডি : Foysal Habib Sany
গুগল সার্চ : ফয়সাল হাবিব সানি
শিক্ষার্থী, স্নাতক (সম্মান) ৪ র্থ বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।