Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

পাইকগাছায় ভলিবল প্রতিযোগিতায় থানা টিমের জয় খেলাধুলাখুলনা

পাইকগাছায় ভলিবল প্রতিযোগিতায় থানা টিমের জয়

পাইকগাছায় সৌখিন ভলিবল প্রতিযোগিতায় থানা ভলিবল টিম জয় লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে থানা বঙ্গবন্ধু চত্বরে থানা ভলিবল টিম ও ম্যাগপাই স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে বিঘ্নিত হয়। পরে প্রথম রাউন্ডের ফলাফল অনুযায়ী থানা ভলিবল টিমকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় থানা টিমের অধিনায়ক ছিলেন এসআই রোকনুজ্জামান ও ম্যাগপাই টিমের অধিনায়ক ছিলেন যুবলীগনেতা সাইফুল ইসলাম। 

খেলা শেষে থানার ওসি এমদাদুল হক শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, এসআই মিন্টু, নাজমুল হুদা, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শাহবুদ্দীন শাহীন, এ্যাডঃ মনজুরুল ইসলাম, শেখ জামাল হোসেন, সায়েদ আলী কালাই, আব্দুল গফফার মোড়ল, কবির উদ্দীন সরদার, শফিকুল ইসলাম মোড়ল, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, মিনারুল ইসলাম ও রাজিবুল ইসলাম মিঠু।