পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলা দল ও পাংশার উপজেলা দলের জয় লাভ খেলাধুলা /  রাজবাড়ী / 
শুক্রবার বিকেলে রাজবাড়ীর পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশী রেলওয়ে মাঠে পুলিশ সুপার কাপ কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সেমিফাইনাল খেলাটি প্রধান অতিথি হিসেবে উপভোগ করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মজœুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এম এ খালেক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ আওলাদ হোসেন পিপিএম, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম পিপিএম, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরে আলম ফকির, পাংশা থানার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোসাম্মদ হাসিনা বেগমসহ কয়েকশত কাবাডি দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় রাজবাড়ী সদর উপজেলা দল এবং কালুখালী উপজেলা দলের মধ্যে এতে রাজবাড়ী দল কালুখালী দলকে ৪০-২৪ পয়েন্টে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় পাংশা উপজেলা দল এবং বালিয়াকান্দি উপজেলা দলের মধ্যে। এতে পাংশা উপজেলা দল বালিয়াকান্দি উপজেলা দলকে ৪৮-৩৮ পয়েন্টে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।