Opu Hasnat

আজ ৮ মে শনিবার ২০২১,

ব্রেকিং নিউজ

তারেক মাসুদের উপর নির্মিত প্রামান্য চিত্র সুলতানের প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত বিনোদনফরিদপুর

তারেক মাসুদের উপর নির্মিত প্রামান্য চিত্র সুলতানের প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত

বাংলা সিনেমার ফেরিয়ালা খ্যাত তারেক মাসুদ এর দর্শন ও চলচিত্রে তার যাত্রার উপর নির্মিত প্রামান্যচিত্র সুলতানের প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।

আজ (৯ অক্টোবর) ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি হলে প্রামান্যচিত্রের শুভ মহরতের উদ্ধোধন করেন তারেক মাসুদের মা কামরুনাহার।

বিকাল সাড়ে ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত এই প্রদর্শনী দেখানো হয়। মোট তিনটি প্রদর্শনী দেখানো হবে আজ।

এসময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও তারেক মাসুদের একান্ত সহকারী  দিলশাদুল হক শিমুল, তারেক মাসুদের মা কামরুনাহার, পরিচালকের বাবা মিয়া সিরাজুল হক, জিনাত হাকিম ও তারেক মাসুদের ভাই সাইদ বাবুসহ প্রমুখ।

এসময় তারেক মাসুদের উপর নির্মিত সুলতান দেখার জন্য প্রচুর দর্শক সমাগম হয় হলে।