Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলাধুলাসুনামগঞ্জ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপ দিরাই উপজেলা বনাম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুখামুখি হয়। এতে দিরাই উপজেলা ১ গোলে বিজয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে তাহিরপুর উপজেলা বনাম ছাতক উপজেলা মুখামুখি হয়। এতে তাহিরপুর উপজেলা  গোলে বিজয়ী হয়।

খেলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।

প্রধান অতিথির বক্তব্য তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা হচ্ছ আগামী দিনের বাংলাদেশের উজ্জল নক্ষত্র, তুমাদেরকে মনে রাখতে হবে কখনও মিথ্যা কথা বলবে না, অন্যায়কে প্রশয় দিবে না, এবং অন্যায় দেখলেই প্রতিবাদ করবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। 

এছাড়াও সনমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দ.সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। 

উল্লেখ্য, সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জের ১১টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মোট ২২টি দল অংশ গ্রহণ করে।