Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রাজবাড়ীতে কোলবালিশ থেকে ফেন্সিডিল উদ্ধার করলো ডিবি রাজবাড়ী

রাজবাড়ীতে কোলবালিশ থেকে ফেন্সিডিল উদ্ধার করলো ডিবি

মাদক পাচারে নতুন নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। মাদক কারবারিরা যতই নতুন কৌশল অবলম্বন করুক রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের চোখ ফাকি দিয়ে পার পাচ্ছে না তারা। জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফ ও একদল চৌকস অফিসারের সজাগ থাকার কারনে একের পর এক মাদকসহ ধরা পরছে মাদক কারবারিরা। 

তেমনি করে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কোল বালিশের মধ্যে লুকানো অবস্থায় এক’শ বোতল ফেন্সিলসহ মাদক কারবারি বাবর আলীকে আটক করা হয়। বাবর আলী চুয়াডাঙ্গা জেলার তালা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অপর এক অভিযানে ২ কেজি গাজাসহ মাদক কারবারি মোঃ লুকমান শেখকে আটক করা হয়েছে। লোকমান শেখ মাগুরা জেলার শ্রীপুর এলাকার বাবর শেখের ছেলে।

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফ বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। মাদক কারবারিরা নতুন নতুন পথ আবিষ্কার করছে। আমরাও জাল পেতে রেখেছি। কোনক্রমেই ফাকি দেওয়া সম্ভব নয়। মাদক কারবারি যতই চালাক হোক ধরা পরতেই হবে।