Opu Hasnat

আজ ২৪ মার্চ শুক্রবার ২০২৩,

শিবালয়ে ইলিশ জব্দ ও কারেন্ট জাল আটক মানিকগঞ্জ

শিবালয়ে ইলিশ জব্দ ও কারেন্ট জাল আটক

শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুশফিকুর রহমান বৃহস্পতিবার আরিচা ঘাটের একটি বরফ কলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৯২ কেজি ইলিশ মাছ জব্দ করেন। এছাড়া, উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রফিকুল ইসলাম যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষ ঘনমিটার কারেন্ট জাল আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার একেএম গালিভ খান জানান, জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মসজিদ-মাদ্রাসা ও গির্জায় বিতরণ ও রাতেই আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে।