শিবালয়ে ইলিশ জব্দ ও কারেন্ট জাল আটক মানিকগঞ্জ / 
শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুশফিকুর রহমান বৃহস্পতিবার আরিচা ঘাটের একটি বরফ কলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৯২ কেজি ইলিশ মাছ জব্দ করেন। এছাড়া, উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রফিকুল ইসলাম যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষ ঘনমিটার কারেন্ট জাল আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার একেএম গালিভ খান জানান, জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মসজিদ-মাদ্রাসা ও গির্জায় বিতরণ ও রাতেই আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে।