Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

শান্তিতে নোবেল পেল তিউনিশিয়ার চার সংগঠনের জোট আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেল তিউনিশিয়ার চার সংগঠনের জোট

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তিউনিশিয়ার চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ন্যাশনাল ডায়ালগ কোয়ের্টেট। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখায় তাদের এ পুরস্কার দেয়া হলো।

আজ (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে ‘নরওয়েজীয় নোবেল কমিটি’ এ ঘোষণা দেয়। 

সুশীল সমাজের ওই জোটভুক্ত চার সংগঠন হলো- তিউনিশিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিটিটি), তিউনিশিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটস (ইউটিআইসিএ), তিউনিশিয়ান হিউম্যান রাইটস লিগ (এলটিডিএইচ) এবং তিউশিয়ান অর্ডার অব ল’ইয়ারস।

সংবাদ সম্মেলনে নোবেল কমিটির কাচি কুলম্যান চেয়ারম্যান বলেন, ২০১১ সালের জুঁই বিপ্লবের (জেসমিন রেভুল্যুশন) মধ্য দিয়ে তিউনিশিয়ায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখায় জোটটিকে এ বছর শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, তিউনিশিয়ার বিভিন্ন সামাজিক খাতেও এ জোট প্রতিনিধিত্বশীল ভূমিকা পালন করছে। তারা সেখানকার মানুষের জীবন ও কল্যাণে, আইন ও মানবাধিকারভিত্তিক শাসন পদ্ধতি প্রতিষ্ঠায়ও কাজ করছে।