Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

প্রথম আলো ও কালের কন্ঠ সম্পাদকসহ ৫ সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা মিডিয়ারাজবাড়ী

প্রথম আলো ও কালের কন্ঠ সম্পাদকসহ ৫ সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল ও রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ও কালের কন্ঠসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে “ ছাত্রলীগ নেতার গুলিতে স্কুল ছাত্র আহত”  শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এরই রেশ হিসেবে গত ৩১ ডিসেম্বর রাজবাড়ীর ২ নং আমলী আদালতে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদকে আসামী করে দুই কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান রতন।

অপরদিকে, বৃহস্পতিবার দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল ও রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম।

এদিকে, সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালন করেছে রাজবাড়ী জেলায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।

বৃহস্পতিবার সকালে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাজবাড়ী প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাংবাদিক সুমন বিশ্বাস, শামিমা আক্তার মুনমুন, রাশেদ রায়হান, গনেশ পাল, সোহেল রানা, রনজিৎ কুমার দাস, সৌমিত্র শীল চন্দন প্রমুখ।

পরে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর কাছে আলাদাভাবে স্মারক লিপি প্রদান করা হয়।