Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ধামারণ স. প্রা. বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নতুন বই বুকে জড়িয়ে শিশু শিক্ষার্থীদের উল্লাস মুন্সিগঞ্জ

নতুন বই বুকে জড়িয়ে শিশু শিক্ষার্থীদের উল্লাস

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছিল  টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ধামারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার মুন্সীগঞ্জ শহরস্থ কালেক্টরেট কিশলয় স্কুলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলার ৬টি উপজেলার সকল বিদ্যালয় গুলোতে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়। এরই অংশ হিসেবে জেলা শহর থেকে ৮ কিলোমিটার অদূরে ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণের পর শিশু শিক্ষার্থীদের অনুভুতি জানতে চাইলে নতুন বইয়ের ঘ্রান শুকে ও বুকে জড়িয়ে মুখভরা হাসির দৃশ্য ছিল নতুন বছরের অন্যরকম ভালোলাগার আবহ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টঙ্গিবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোতালেব শেখ, ম্যানেজিং কমিটির সদস্য মো. জসিম শেখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ফিল্প অফিসার মো. শাহজাহান, ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান সিকদারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. রফিক।