সিলেটে ট্রাক চাপায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত সিলেট / 
সিলেটের ওসমানীনগরে ট্রাকচাপায় এক শিশুসহ পিতা-পুত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫) ও তার পুত্র শহিদ মিয়া (১২) ও কাইয়ুম (৯)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার স্টেশন সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝুঁকি নিয়ে সড়ক অতিক্রম করার সময় তিনজনই ট্রাক চাপায় মারা যান।