Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প থেকে ৩‘শ মানুষের চিকিৎসা সেবা প্রদান খুলনা

পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প থেকে ৩‘শ মানুষের চিকিৎসা সেবা প্রদান

পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে ৩ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা পেয়েছেন। শনিবার সকালে উপজেলার লস্কর ইউপির খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। 

আলোকিত লস্কর ইউনিয়ন গড়তে যুবসংগঠন ইয়ুথ বেঙ্গল ফোরামের আয়োজনে সংগঠনের আহবায়ক বরুন প্রকাশ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন রোটার‌্যাক্ট আঞ্চলিক প্রতিনিধি ওলিউর রহমান সেলিম, সাবেক প্রধন শিক্ষক মুরারী মোহন সরকার, শিক্ষক বিজন মন্ডল, সুভাষ সরকার, কিশোর কুমার, রনজিৎ মিস্ত্রী, ইউপি সদস্য প্রকাশ মন্ডল। 

এ সময় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সুজন মন্ডল, গোবিন্দ মন্ডল, ইন্দ্রজিৎ মন্ডল, সুগুপ্ত রায়, জয়ন্ত মন্ডল, সুমন হালদার, প্রকাশ চন্দ্র সরকার, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রমজান সরদার, তেজেন মন্ডল। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহায়মিনুল ও ডাঃ বি,ইউ রেমেল। এ ক্যাম্প থেকে এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহন করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন।