Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

লোহাগড়া ইউএনও’র অপসারনের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ নড়াইল

লোহাগড়া ইউএনও’র অপসারনের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে নতুন তালিকায় বাদপড়া মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে জেলা পরিষদ হল রুমে সংবাদ সম্মেলন শেষে নড়াইল চৌরস্তায় বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে দূর্নীতির আশ্রয় নেয়ায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র’র অপসারন ও বিচার দাবী করেন। বাদপড়া মুক্তিযোদ্ধাদের অভিযোগ দুর্ণীতি অনিয়ম করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাছাই কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য মাহফুজুর রহমান লুলু তালিকা তৈরী করেন। 

এসময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাছেম উদ্দিন, আব্দুল মোতালেব হালিম, ইলিয়াস উদ্দিন, মোঃ মোন্তাজ লস্কর, মোজাম্মেল হক প্রমূখ ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। এর আগে ২০১৭ সালে যাচাই-বাছাই এ লোহাগড়া উপজেলা থেকে মোট ৬৪৭ জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় স্থান পায়। সর্বশেষ ২০১৯ সালের নভেম্বর মাসে করা তালিকায় মাত্র ১৪৯জন এর নাম থাকায় উপজেলার মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন। মুক্তিযোদ্ধাদের অভিযোগ কাগজ ছাড়াই কেবল স্বাক্ষ্যদান এর মাধ্যমে অন্ততঃ ৪২ জনকে তালিকায় স্থান দেয়া হয়েছে। তাদের দাবী দেশের ২য় বৃহত্তম মুক্তিযোদ্ধাদের উপজেলায় এই তালিকা গ্রহনযোগ্য নয়।