Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে গাঁজাসহ এক ব্যবসায়ী আটক সুনামগঞ্জ

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে গাঁজাসহ এক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের  সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাঁসহ এক গাজাঁ ব্যবসায়ীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি’র সদস্যরা ঘটিকায় থেকে মোঃ নুরে আলম (২৯)নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যবসায়ী নাম  মোঃ নুরে আলম (২৯) । তিনি ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত মোঃ আব্দুর জব্বারের পুত্র ।

বিজিবি সুত্রে জানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির নম্বর-৫২৯২৯ হাবিলদার মোঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৭ এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের শরীফগঞ্জ বাজার হতে ভারতীয় এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানার হস্তান্তরের কার্যক্রম চলছে। 

এই বিভাগের অন্যান্য খবর