Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা স্বাস্থ্যসেবামুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। 

জানা যায়, ১১জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় মোট ১ লাখ ৯২ হাজার ৩৪৭ জন কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর এই জন্য মোট ১৬৩৫ টি কেন্দ্রে ১৬৫ জন স্বাস্থ্য সহকারী, ২১৭ জন পরিবারকল্যান সহকারী, ১১৭ জন সিএইচসিপি এবং ৩২৭০ জন সেচ্ছা সেবক অংশগ্রহণ করে সেবা প্রদান করবে। ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা ২৪ হাজার ২৬৯ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮ জন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) সুমন বণিক, মেডিকেল অফিসার(সিভিল সার্জন) দেবরাজ মালাকার, মেডিকেল অফিসার(সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সাফিয়া দিল আফরোজ প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর