সাহিত্যে নোবেল পেলেন সভেতলানা আলেক্সিয়েভিচ শিল্প ও সাহিত্য / 
সাহিত্যে অনন্য অবদানের জন্য এবারের নোবেল পুরস্কার জিতেছেন বেলারুশিয়ান নারী লেখক সভেতলানা আলেক্সিয়েভিচ।
আজ (৮ অক্টোবর) সুইডেন সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) এ ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
তাকে পুরস্কৃত করে সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়, আমাদের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট ও সাহসিকতার বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি এ সম্মানজনক পুরস্কার জিতেছেন।