Opu Hasnat

আজ ২৪ অক্টোবর শনিবার ২০২০,

ফরিদপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট খেলাধুলাফরিদপুর

ফরিদপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

ফরিদপুরে আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টূর্ণামেন্ট। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশিদ।

ফরিদপুর জেলা প্রথমিক শিক্ষ্ াঅফিসার শিবপদ দের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম তুহিন, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুর রহমানসহ জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এবারের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টূর্ণামেন্ট জেলার ৯টি উপজেলার ১৮ টি দল অংশ নিচ্ছে। আজকের উদ্বোধনী খেলায় ফরিদপুর সদর উপজেলার  খালেক চেয়ারম্যান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চরভদ্রাশন উপজেলার টিলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ পরাজিত করে। খেলাটি আগামী ১৩ সেপ্টেবর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে।