Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

‘দিলওয়ালে’র সেটে কাজলকে দেখে মুগ্ধ শাহরুখ বিনোদন

‘দিলওয়ালে’র সেটে কাজলকে দেখে মুগ্ধ শাহরুখ

বহুদিন পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাহরুখ-কাজল। রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ ছবিতে ফের দেখা যাবে এই রোমান্টিক জুটির কেমিস্ট্রি। মঙ্গলবার রাতে শুটিং সেরে মুম্বই ফিরেছেন তারকারা। টুইট করে সেকথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউড বাদশা। তিনি লিখেছেন, ‘লেট নাইট শুট। আমরা সকলেই খুব ক্লান্ত। কিন্তু দারুণ মজা করে কাজ করেছি আমরা। কাজলকে দারুণ দেখতে লাগছিল। বরুণ ড্যাশিং। কৃতীও সুন্দর। আর আমি তো আমারই মতো।’ দিন কয়েক আগে হায়দরাবাদে শুটিং করেছে টিম ‘দিলওয়ালে’। শাহরুখ আরও জানিয়েছেন, বহু দিন পর বন্ধুদের সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছেন। বিনোদ খন্না এবং বোমান ইরানিকে দু’টি বিশেষ চরিত্রে কাস্ট করেছেন রোহিত। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। আনন্দবাজার