Opu Hasnat

আজ ৩ এপ্রিল শুক্রবার ২০২০,

শতবর্ষী আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন কিশোরগঞ্জ

শতবর্ষী  আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সোমবার (১৬ ডিসেম্বর) কিশোরগঞ্জে শতবর্ষী  আউলিয়াপাড়া ফাজিল মাদ্রসায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে  মাদ্রাসার সেমিনার কক্ষে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আউলিয়াপাড়া ফাজিল মাদ্রসায় অধ্যক্ষ মাওলানা মোহাঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপাধ্যাক্ষ মাওলানা মোঃ মুহতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন হায়দার, প্রভাষক মাওলানা মোঃ আবু সাঈদ, মোঃ মহিউদ্দিন আহমেদ, ইবতদায়ী প্রধাম মোঃ রফিকুল ইসলাম, মাদ্রাসার গভনিং বডির সদস্য এ্যাডভোকেট মহসিন আলম।

মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানান বিষয়ে আলোকপাত করেন বিন্নাটি যুবলীগের সভাপতি এ্যাডভোকেট এ এম শোয়েব।

আলোচনা সভা শেষে জাতির জনক শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মাদ্রাসার উন্নয়নের রুপকার মরহুম সৈয়দ আশরাফুল ইসলামসহ স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী মহান মুক্তিযুদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা ও দোয়া শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর