Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

গজারিয়ায় মিশুক চালক হত্যাকারী হিমু পিবিআই’র হাতে গ্রেফতার মুন্সিগঞ্জ

গজারিয়ায় মিশুক চালক হত্যাকারী হিমু পিবিআই’র হাতে গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মিশুক চালক মো. মান্না (২২) হত্যার মূল হোতা হিমুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে হিমুর দেওয়া তথ্য মতে একই এলাকার একটি অটোরিকশা গ্যারেজ থেকে নিহত মান্নার মিশুকটি উদ্ধার করে পিআইবি। এদিন সন্ধ্যা ৬ টার দিকে জেলা পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে। 

গ্রেফতারকৃত হিমু জেলার গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামের আমানুল ইসলামের ছেলে।  

জেলা পিবিআইয়ের এসআই মো. বিল্লাল মিয়া জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে রোববার দুপুরে জেলা শহরের উত্তর ইসলামপুর এলাকায় পিবিআই অভিযান চালিয়ে হত্যার মূল হোতা হিমুকে গ্রেফতার করতে সক্ষম হন। 

এ সময় গ্রেফতারকৃত হিমুর দেওয়া তথ্য মতে একই এলাকার মো. বাচ্চু মোল্লার গ্যারেজ থেকে নিহতের মিশুকটি উদ্ধার করেন। 

প্রসঙ্গত, নিখোঁজের পাঁচ দিন পর গত শুক্রবার বেলা ১১ টার দিকে গজারিয়া উপজেলার কাটাখালী গ্রামের একটি পুকুর থেকে মিশুক চালক মো. মান্নার (২২) হাত ও পায়ের রগ কাটা লাশ উদ্ধার করে গজারিয়া থানা-পুলিশ। এর আগে গেল ৮ ডিসেম্বর থেকে নিখোঁজ থাকে চালক মান্না। এ ঘটনার পরদিন তার মা খাদিজা বেগম তিন যুবকের নাম উল্লেখ করে গজারিয়া থানায় সাধারণ ডায়েরী করেন।