Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার ২০২০,

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের নাকিল বাগানস্থ’ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি শোক র‌্যালী বের করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শোক র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চেতনা মঞ্চে দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া দিবসটিকে ঘিরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা করা হয়েছে।