Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত চট্টগ্রামবিশেষ সংবাদ

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রামের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।  

আজ (০৮ অক্টোবর) সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্ক সংকেত জারি করা হয়েছে।  

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।  এছাড়া উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। 

ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।  

এছাড়া মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।  

এদিকে লঘুচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনার কথাও বলা হয়েছে পূর্বাভাসে।