Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার ২০২০,

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যাত্রিবাহী বাস চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার ছেলে কলেজ ছাত্র হাসিবুল ইসলাম।  ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। নিহত হাসিবুল মহেশপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে স্থানীয়রা জানিয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় বাবা ছেলে নস্তি বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি সরকারী প্রাথমিক বিদ্যালয় পার হয়ে মাঠের মধ্যে আসলে ঢাকাগামি মামুন পরিবহনের একটি যাত্রিবাহী বাস তাদের চাপা দেয়। এতে হাসিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুত্বর আহত হয় বাবা মহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বাবাকে যশোরে নেওয়ার পথে চৌগাছায় পৌছালে তিনিও মারা যান। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।