Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর শনিবার ২০২০,

দামুড়হুদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা চুয়াডাঙ্গা

দামুড়হুদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। 

শহীদ বুদ্ধিজীবী দিবসের এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান মনজু, দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রণিসম্পদ অফিসার মশিউর রহমান, মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আইব আলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপির চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ, সাবেক উপজেলা কমান্ডার আছির উদ্দীন, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি।

এছাড়াও উজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ  উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর