Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের হুমকি, কাউন্টারে হামলা সুনামগঞ্জ

সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের হুমকি, কাউন্টারে হামলা

সুনামগঞ্জ-সিলেট রোডের সুনামগঞ্জ বাস টার্মিনালে বিআরটিসির কাউন্টারে হামলা চালিয়ে এক কর্মীকে লাঞ্ছিত করা অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলেও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। গত ৩ জুন সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস সার্ভিস চালুর পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন সুনামগঞ্জ জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের লোকজন। তারই জেরে এই হামলা চালানো হতে পারে বলে গুঞ্জন শুনা যাচ্ছে।

বিআরটিসির কর্মী সৈয়দ নুর উদ্দিন বলেন, শুক্রবার অনুমান সাড়ে তিনটার দিকে তিনি কাউন্টারে বিআরটিসির টিকিট বিক্রি করছিলেন। হঠাৎ বাস টার্মিনাল থেকে কয়েকজন শ্রমিক এসে কাউন্টারের চেয়ারগুলো ছুড়ে ফেলা শুরু করেন। তিনি বাঁধা দিতে চাইলে তাকে শারীরিক ভালে লাঞ্ছিতসহ মারধরের শিকার হন। হামলাকারীরা যাওয়ার সময় বিআরটিসির বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। 

এ ব্যাপারে বিআরটিসি বাস কাউন্টারে কিছু ছেলে কর্তৃক হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে ও তিনি জানান।

এই বিভাগের অন্যান্য খবর