Opu Hasnat

আজ ১১ আগস্ট মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

মুন্সীগঞ্জে চিত্রশিল্পী তৃষা স্মরণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে চিত্রশিল্পী তৃষা স্মরণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা

চিত্রশিল্পী তৃষা স্মরণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করে তৃষা স্মৃতি পরিষদ। 

প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ৪টি শাখায় শতাধিক ক্ষুদে শিল্পী অংশ গ্রহণ করে। আগামী ১৯ শে ডিসেম্বর এই প্রতিযোগিদের মধ্য থেকে ১৩ জনকে পুরস্কৃত করা হবে। এরমধ্যে একজন সেরা প্রতিযোগির পুরস্কার পাবেন। ১৯ শে ডিসেম্বর একই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিত্রাঙ্গণ চিত্রপ্রর্দশনী করা হবে। পরে বিকেল ৩ টায় স্কুল প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী আবুল বারক আলভি বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন।

চিত্রশিল্পী আবুল খায়ের জানান, তার মেয়ের স্মৃতি ধরে রাখার জন্য এই বছরই প্রথম এই আয়োজন। এখন থেকে প্রতিবছরই থাকবে এই চিত্রাঙ্গন প্রতিযোগিতা।