Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

৮ লাখ পিস ইয়াবাসহ গডফাদার আটক কক্সবাজার

৮ লাখ পিস ইয়াবাসহ গডফাদার আটক

টেকনাফে ৮ লাখ পিস ইয়াবাসহ তালিকাভূক্ত এক মাদক গডফাদার ও তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের এএসপি মো. মাশেকুর রহমান।

আটককৃত হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার নুর আলম ওরফে নুর হাফেজ (৩০) এবং তার সহযোগী মোহাম্মদ সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম ওরফে কালু (৪৫)।

এএসপি মাশেকুর জানান, ভোরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদ করার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টহল দল টেকনাফের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবার চালান গ্রহণের জন্য আসা চার জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘একটি বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮ লাখ ১০ হাজার ইয়াবা এবং আটকদের সঙ্গে থাকা ২ টি বিদেশি পিস্তল, ছয়টি দেশীয় বন্দুক ও ৭০ টি গুলি উদ্ধার করা হয়’।