Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাইকগাছায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন কৃষি সংবাদখুলনা

পাইকগাছায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন

পাইকগাছায় অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে ধান ক্রয়ের জন্য উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, গুদাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। অনুষ্ঠানে কৃষি অফিস প্রদত্ত ৭ হাজার ৩৮৫ কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে আমন ধান ক্রয়ের জন্য ১ হাজার ৭৯৬ জন চূড়ান্ত কৃষক নির্বাচন সম্পন্ন করা হয়। 

উল্লেখ্য, চলতি আমন মৌসুমে কৃষকদের নিকট থেকে ১ হাজার ৭৯৬ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।