Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত খুলনা

পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

পাইকগাছায় র‌্যালি, সেমিনার, আলোচনা সভা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। 

স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। 

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও শিক্ষার্থী সুমাইয়া আফরোজ রোজ। উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।