Opu Hasnat

আজ ১১ আগস্ট মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত নাটোর

বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

“সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০১৯) নাটোরের বড়াইগ্রামে পালন করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০০৯। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বড়াইগ্রাম এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বনপাড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস প্রেস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমূখ।