Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত ফরিদপুর

ফরিদপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡র থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শেখ মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আলী আহসান প্রমূখ।