Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১, দগ্ধ ৩২ ঢাকা

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১, দগ্ধ ৩২

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ৩২ জন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৫টা ৫০ এর দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। আগুনে দগ্ধ হয়ে ৩২ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

কারখানার সিকিউরিটি অফিসার বাহার আলী বলেন, কারখানার ভেতর প্রায় দুই শতাধিক লোক কাজ করে। যে ইউনিটে আগুন লাগে সেই ইউনিটে ৫০/৬০ জন লোক কাজ করতো। আগুনের শুরুতেই কারখানার ম্যানেজার নজরুল ইসলাম আহত অবস্থায় বেরিয়ে আসে। তারপর শ্রমিক আলমগীর, রাজ্জাক, সাজিতসহ বেশ কয়েকজন আগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আজাদ জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এই বিভাগের অন্যান্য খবর