Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

ব্রেকিং নিউজ

দুর্গাপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে শপথ নেত্রকোনা

দুর্গাপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে শপথ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বাষির্কী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘মুজিব বর্ষকে সামনে রেখে ০১ ডিসেম্বর হতে ময়মনসিংহ বিভাগকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে দুর্গাপুরকে ‘বাল্য বিবাহমুক্ত উপজেলা’ বাস্তবায়নে উপজেলা সহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ব্যালি, মানববন্ধন, শপথ পাঠ ও গণস্বাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলায় কর্মরত অফিসার সহ সর্বস্থরের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ডিএসকে প্রকল্প সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রমুখ। 

বক্তারা বলেন, বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে হলে এলাকা ভিত্তিতে সকলকে এক যোগে কাজ করতে হবে। এ নিয়ে প্রতিটি ইউনিয়নে সকলকে সচেতনা বৃদ্ধিমুলক কাজ করতে স্থানীয় ধর্মীয় ঈমাম, পুরোহীত, শিক্ষক, এনজিওকর্মী সহ উপস্থিত সকলকে আহবান জানান। আলোচনা শেষে এ নিয়ে এক শপথবাক্য পাঠ করানো হয়।