Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ছাতকে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত! সুনামগঞ্জ

ছাতকে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত!

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামে ১৯৬০ সালে যাত্রা শুরু করে  ৫৯ বছর ধরে শিক্ষা বিস্তারে অবদান রাখছে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা। আলোকিত মানুষ গড়ার লক্ষে এগিয়ো যাওয়ায় ১৯৯০ সালে দাখিল শ্রেণী স্বীকৃতি পায় মাদ্রাসাটি। স্থানীয় লোবজনের দানখয়রাত ও মাওলানা আবু বক্কর সিদ্দিকের প্রচেষ্টায় দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যের সিড়ি বেয়ে ১৯৮৭ সালে এমপিও ভূক্তির আওতায় আসে। এবং ২০১৬ সালে আলিম স্বীকৃতি লাভ করে। শিক্ষার্থীদের প্রতি বছর ভাল ফলাফল অর্জন করলেও মাদ্রাসাটি পূর্নাাঙ্গ এমপিও ভূক্ত করা হচ্ছে না। পরীক্ষার ফলাফলের দিক দিয়ে উপজেলার অন্যতম একটি মাদ্রাসা হওয়ায় স্থানীয় লোকজন ও শিক্ষক শিক্ষার্থীদের দাবী মাদ্রাসাটি দ্রুত এমপিও ভূক্ত করা হোক। ৫৫৯জন শিক্ষার্থীর এ মাদ্রাসাটি পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় পাঠদানে প্রতিনিয়ন ব্যাঘাত ঘটছে। পাঠাগার না থাকায় শিক্ষার্থীরা বাহিরের বই পড়া থেকে বঞ্চিত হয়ে শুধু পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল রয়েছে। সুপেয় পানি ও সেনিটেশনের ব্যবস্থা রয়েছে অপ্রতুল। ১৮জন শিক্ষক ও ৩ জন কর্মচারীদের কোন রকমে চলছে মাদ্রাসাটি। সীমানা প্রাচীর না থাকায় নারী শিক্ষার্থীরা পর্দার অভাব অনুভব করছেন। এবং নানা সময় মাদ্রাসায় গুরুতপূর্ন জিনিস চুির হয়ে যায়। এছাড়া মাঠ ভরাট না থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের চরম দুর্বোগ পোহাতে হয়। অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের দাবী মাদ্রাসাটির সমস্যা গুলো দ্রুত সমাধান করে শিক্ষার পরিবেশ আরো উন্নত করে দিলে পরিক্ষার ফলাফল আরো ভাল হবে। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কক সিদ্দিক জানান, নানা সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে মাদ্রাসাটি পরিচাল করছি। স্থানীয় লোকজনদের আন্তুরিকতা ও সহযোগিতায়। তাই সরকারের কাছে এমপিও ভূক্তির জোর দাবী জানাচ্ছি। 

এই বিভাগের অন্যান্য খবর