Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী শনিবার ২০২০,

মাগুরায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক মাগুরা

মাগুরায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

মাগুরায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে মঙ্গলবার রাতে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ । গ্রেফতারকৃত ৪ ডাকাত সদস্য হলো- দলনেতা মিজানুর রহমান (৫২), রাসেল মুন্সী (৩০), আলমগীর ওরফে সান্টু (৩০) ও আলী হোসেন (৩২) । তাদের বাড়ি পাশ্ববর্তী জেলা ফরিদপুর, ঝিনাইদহ ও মাগুরা এলাকায়। 

বুধবার সকালে সদর থানা চত্বর মিলনায়তনে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। 

মাগুরা সহকারি পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র জানান, কিছু দিনের ব্যাবধানে জেলার বিভিন্ন থানা এলাকায় পর পর কয়েকটি ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ। বিশেষ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে ডাকাত দলের এ সদস্যদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের মঙ্গলবার রাতে মাগুরা, শ্রীপুর ও শালিখা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের নিকট  থেকে ৬টি দেশিয় অস্ত্র, ৩টি মোবাইল সেট ও ১টি কালো রঙয়ের খেলনা পিস্তল জব্দ করা হয়েছে । তাদের নামে মাগুরা ও ফরিদপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান তিনি।