Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

ব্রেকিং নিউজ

দুর্গাপুরে সারা’র মানবাধিকার দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে সারা’র মানবাধিকার দিবস পালিত

জেলার দুর্গাপুরে সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডসন্সমেন্ট (সারা) দুর্গাপুর শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এক র‌্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্তরে প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ প্রতিপাদ্যে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সারা’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মজিবুর রহমান, অন্যদের মধ্যে আলোচনা করেন সাংবাদিক এস.এম রফিকুল ইসলাম রফিক, সহকারী প্রধান শিক্ষ মোঃ আবুল কালাম আজাদ, পোস্টমাস্টার আব্দুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকারের বিভিন্ন ধাপ গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানান।