Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মোরেলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা বাগেরহাট

মোরেলগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

‘মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখা পৃথক র‌্যালি ও আলোচনা সভা করেছে। সকালে অনুষ্ঠিত র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, শাহ আলম হাওলাদার, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা সভাপতি মেহেদী হাসান লিপন। র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কুষি কর্মকর্তা রেহেনা পারভিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ, সমাজসেবা কর্মকর্তা রায়হান কবির, একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ প্রমুখ।  

এর আগে বাংলাদেশ মানবাধিকার কমিশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়   উপস্থিত ছিলেন, জেলা কমিটির নির্বাহী সভাপতি অধ্যক্ষ এইচ এম লুৎফর রহমান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক আলআমিন তালুকদার, সাংবাদিক শামীম আহসান মল্লিক, পৌর সম্পাদক সৈয়দ শওকত হোসেন,  থানা মসজিদ কমিটির সেক্রেটারী আবুবকর সিদ্দিক, মানবাধিকার কর্মী রবিউল ইসলাম বাদল প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর